শিরোনাম
রায়গণ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
বিস্তারিত
সিরাজগণ্জ জেলার রায়গণ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই রায়গণ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ইস্কুলটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটিতে বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৬২০ জনের মত। প্রতি বছরের এ ইস্কুল থেকে প্রায় ৭ থেকে ১০ ছাত্র/ছাত্রী জি পি এ ৫ পেয়ে উত্তীর্ণ । অত্র এলাকার ছাত্র/ছাত্রী এ ইস্কুলে লেখা পড়া করে। এবং তারা এখান থেকে ভাল রেজাল্ট করে বের হয়।